নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার সকালে হাজীগঞ্জ উপজলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া-কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী সাথি আক্তাওই ইউনিয়নের মালীগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। সে একই গ্রামের পশ্চিম রাজ বাড়ির বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দ্যেশ্যে নিকট আত্মীয় পারভেজের মোটরসাইকেলে যোগে বাড়ি থেকে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে রওনা দেন সাথি আক্তার।
মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তিনি। পথেই তারালীয়া-কাঁকৈরতলা সড়কে মোটরসাইকেলের পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান সাথি আক্তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।