নিজস্ব প্রতিনিধি :
হাজীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্দেশনায় ড্রেজার মেশিন জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয়েছে। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিন উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ব্যবসায়ী ও জমির মালিক পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় স্থানীয় ও এলাকাবাসীর উপস্থিতিতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে তাৎখনিক ব্যবহার অনুপযোগী করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ইউএনওন হাজীগঞ্জ” সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ।