আরকেনিউজ ডেস্ক :
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৩ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ফেন্সিডিলসহ রতন রবি দাস (৪২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটের মতলব রাস্তা হতে তাকে মাদকসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত মাদক কারবারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সুখচাইল মুচি বাড়ির মৃত শ্যাম্বু রবি দাসের ছেলে রতন রবি দাস। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে উপজেলার বাবুরহাটের মতলব রাস্তা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ফেন্সিডিলসহ রতন রবিদাসকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রতন রবি দাস চিহৃিত মাদক কারবারি। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।