মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
অবমাননাকর এই মন্তব্যের প্রতিবাদে সর্বস্তরের ছাত্রসমাজের ব্যানারে রোববার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এরপর মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে প্রতিবাদ সমাবেশ স্থলে এসে শেষ হয়।
সমাবেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তব্য ও মিছিলের শ্লোগানে শিক্ষার্থীরা বিজেপির দুই নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এসময় তারা ভারতীয় পন্য বর্জনের ডাক দেন।