জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের নতুন ভূমি অফিসটি ইউনিয়নের পশ্চিম দিকে একেবারে শেষ প্রান্তে অবস্থিত।নতুনভাবে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বালীথুবা পূর্ব ইউনিয়ন ভূমি অফিস।
নতুন অফিসের নির্মাণ কাজ প্রায় এক বছর আগে সম্পন্ন হলে ,গত বছরের সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল এর মাধ্যমে সারা বাংলাদেশে ন্যায় একযোগে অফিস উদ্বোধন করেন।ঠিক কী কারণে এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে না, তার কারণ জানা যায়নি। এদিকে বালিথুবা পূর্ব ও পশ্চিম ইউনিয়নের ভূমি সেবার কাজ করছেন ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা।
দুই টি ইউনিয়নের কাজ একটি ভূমি অফিসে হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই গ্রাহকরা পাচ্ছেন না ডিজিটাল সেবা। সরজমিনে গিয়ে সকাল ১০টায় মূলপাড়া গ্রাম থেকে খাজনা দিতে আসা বৃদ্ধকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সরেজমিন এ ব্যাপারে কথা বলার জন্য ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসে গেলে সেবা গ্রহণকারী অনেকের সাথে কথা হয়, তারা বলেন দীর্ঘদিন যাবৎ ২ টি ইউনিয়নের একটি ভূমি অফিস কার্যক্রম চলছে এখানে এসে আমরা নানাভাবে হয়রানির শিকার হই। শুনেছি ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন একটি ভূমি অফিস করা হয়েছে তাও আবার ইউনিয়নের শেষ প্রান্তে যেখানে আমাদের যাওয়া-আসা অনেক কষ্টকর। জানিনা কি কারনে সরকার ইউনিয়নের শেষপ্রান্তে এই ভূমি অফিসটি করেছে। অফিসটি চালু করা হলে হয়তো ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ভূমি সেবা নিতে আসা লোকজনের হয়রানি কমতো।