মোঃ জামাল হোসেনঃ চাঁদপুরের শাহরাস্তিতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ আটককৃত মাদক কারবারীরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সূর্যনগর গ্রামের মৃত মোঃ আলমের স্ত্রী হাজেরা খাতুন (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া বেগম (৬০)
রোববার (২৬জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ যাত্রী ছাউনীর সামনে থেকে মাদক কারবারীদের আটক করা হয়। থানা সূত্র জানায় ওইদিন দুপুরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন, জনি কান্তি দে, মাহদী হাসান, মোঃ জুলফিকার আলী ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়। ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মৃত মোঃ আলমের স্ত্রী হাজেরা খাতুন (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া বেগম (৬০) তাদেরকে আটক করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে অভিযুক্তদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।