মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
৮ জুলাই শুক্রবার দুপুরে শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী কাকৈরতলা নামক স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারার অপরাধে কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করাসহ সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। সহযোগিতায় ছিলেন
শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম ও সঙ্গে ফোর্স এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।