মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে রাজারগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ১৯ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার (১২ জুলাই) রাজারগাঁও ফাজিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌ. মোহাম্মদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারগাঁও ফাজিল মাদরসার অধ্যক্ষ আনিসুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, আল-আরাফা ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ জাকির খান, অধ্যাপক দ্বীপক চন্দ্র সূত্রধর, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ইয়াছিন মিজি প্রমুখ।
উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আতিফের সঞ্চালনায় অতিথি হিসাবে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।