মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
মাদারিপুরের পুলিশ সুপার হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান মো. মাসুদ আলম। গতকাল বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা হতে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন করা হয়। এই ৪০ জন কর্মকর্তার মধ্যে মো. মাসুদ আলমকে মাদারিপুর জেলার পুলিশ সুপার করা হয়।
বর্তমানে মো. মাসুদ আলম পুলিশ অধিদপ্তর, ঢাকায় সহকারী পুলিশ মহা-পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের মরহুম নুরুল ইসলাম সুযোগ্য সন্তান।