মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাসসহ নব-গঠিত পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় ও এলাকাবাসী এই সংবর্ধনা প্রদান করেন।
একই দিন পরিচালনা পর্ষদের এক সভায় সমীর বর্ধনকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ড. অসীম কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে পরিচালনা পর্ষদের সভাপতি ড. অসীম কুমার দাস, অভিভাবক সদস্য মো. হোসেন মোল্লা লিটন, মো. বেলায়েত হোসেন দুলাল, মো. আব্দুল করিম, মো. জামাল উদ্দিন ও তাহেরা বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সুমন চন্দ্র সাহা ও রেহানা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর সহকারী প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীলের উপস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং বিদ্যালয়, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, সহকারী শিক্ষক মাও. মো. মজিবুর রহমান।