আহসান হাবীব সুমন :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া সুবিদপুর হাফিজিয়া এতিম খানার উদ্যোগে ৫৫ বার পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে সোমবার সুবিদপুর হাফিজিয়া এতিম খানার হাফেজের মাধ্যমে এ কোরআন খতম করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা,মিলাদ ও বিশেষ দোয়া শেষে এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হুমায়ন কবীর মিয়াজী । হাফিজিয়া এতিম খানার সভাপতি আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান আওয়ামী লীগ নেতা ওমর ফারুক,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল,ইউপি সদস্য মোজাম্মেল হোসেন,প্রমুখ। খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহআলম। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। ছবিঃ কচুয়ায় সুবিদপুর হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার উদ্যোগে কোরআন খতম,মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার মাধ্যমে জাতীয় শোক দিবসের একাংশ।