কচুয়া, (চাঁদপুর) প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় এড, আব্দুল আউয়াল ফাউন্ডেশন ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দুর উদ্যোগে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দুস্থ্যদের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়েছে ।
জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে সোমবার সকালে উপজেলার সদর দক্ষিন ইউনিয়নের হোসেনপুর বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম এড,আব্দুল আউয়াল ফাউন্ডেশনের কার্যালয়ে আলোচনা সভা,কোরআন খতম,দোয়া মিলাদ ও অসহায় দুস্থদের মাঝে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় ।
আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শাহজাহান শিশির।
কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য প্রার্থী মোঃ জোবায়ের হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন,কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুুর জব্বার বাহার,আওয়ামী লীগ নেতা আফজাল মাস্টার,জাফরুল হাসান খোকন,কচুয়া উত্তর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,সদর দক্ষিন ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার কামরুল হাসান ও ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বাবুল প্রমুখ।
খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খন্দকার জামে মসজিদের খতিব মাওঃ হোসাইন ।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। তাছারা মরহুম এড,আব্দুল আউয়ালের জন্য জান্নাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।