মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আজ বুধবার (১৭ আগস্ট) হাজীগঞ্জে আসছেন চরমোনাই’র পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে আয়োজিত ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
জানা গেছে, বাংলাদেশ মুজাহিদ কমিটি, হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে মাহফিলে মাগরিবের নামাজের পর চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম তাঁর বয়ান পেশ করবেন।
এছাড়াও আছরের নামাজের পর বিশেষ অতিথি হিসাবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, রাজধানীর যাত্রা বাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রধান মুফতি রেজাউল করিম আবরার।
বিশেষ অতিথি হিসাবে আরো বয়ান পেশ করবেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, চাঁদপুর জেলার ছদর আলহাজ্ব মাওলানা নুরুল আমিন।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে আয়োজিত এই ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকিরে ধর্মপ্রাণ মুসল্লীদের নিমন্ত্রণ জানিয়ে দলে দলে যোগদানের আহবান জানান, মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ।