খন্দকার আরিফ :
হাজীগঞ্জে ব্যবসায়ীর সম্পত্তি দখলের চেষ্টা ও টিনশেড ঘর ভাংচুরের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৭ আগষ্ট বুধবার ব্যবসায়ী বেলাল হোসেন বাদী হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, কালচোঁ দক্ষিন ইউনিয়নের রামপুর গ্রামের নতুন বাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী মাকসুদা বেগম (৪০), মৃত ইদ্রিছ মিয়ার ছেলে আব্দুল হাই (৬৫) ও মৃত আলী আকবরের ছেলে আজাদ (৫৫)। এরপূর্বে থানার লিখিত অভিযোগের অভিযুক্তরা বাদীর খরিদা সম্পত্তি জোরপূর্বক দখল ও টিনশেড ঘর ভাংচুর। পরে তিনিই কোন উপায়ন্তর না পেয়ে থানা প্রশাসনের দ্বারস্থ হন।
থানা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রামপুর গ্রামের বেপারী বাড়ির ব্যবসায়ী বেলাল হোসেন এর খরিদা সম্পত্তি জবরদখল এবং দু’বার দুচালা টিনের ঘর ভাংচুর করে অভিযুক্ত আনোয়ার হোসেন গং। বর্তমানেও তিনিসহ তার স্থানীয় ভাড়াটিয়া বাহিনী এহেন কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। প্রবাসী আনোয়ার বাহিনী ব্যবসায়ী বেলাল হোসেনের নতুন নির্মিত দোচালা টিনের ঘর পুনরায় ভাংচুর করে সম্পত্তি দখলের পায়তারা করে আসছে। এমন অভিযোগে বেলাল হোসেন বাদী হয়ে ৩ জনকে আসামী করে তিনি এই লিখিত অভিযোগ দায়ের করেন। থানা অভিযোগের আলোকে উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. নাদিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ২০১১ সালের ১২ অক্টোবর এবং ২০২২ সালের ২৬ জুন রামপুর মৌজার বিএস ৪৯৬ খতিয়ানের ৯৩৪ দাগের ১২ শতাংশ সম্পত্তি অন্দরে মৃত প্রভাস সাহার ছেলে প্রান্ত সাহার থেকে ২ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। একই বছরের (২০২২ সালে) মৃত সুবাস সাহার ছেলে শ্রী প্রিয়লাল সাহার কাছ হতে বিএস ৩২৯নং খতিয়ানের ২৭ শতাংশ সম্পত্তির অন্দরে ১ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। এর মধ্য আনোয়ার রাতের আঁধারে আমার ১ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখল করে নেন। এখনও তারা আমার দখলে থাকায় ২ শতাংশ সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. নাদিম বলেন, বাদীর অভিযোগের আলোকে সরেজমিন পরিদর্শন করেছি। আইনী পদক্ষেপ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।