মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সালমান ইবনে জিল্লুর নামের তিন বছরের এক শিশু মারা গেছে। সোমবার বিকালে উপজেলা বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির ও বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিল্লুর রহমানের ছেলে।
জানা গেছে, এদিন বিকালে বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু সালমান। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ দিকে শিশু সালমান ইবনে জিল্লুর মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও ওই বাড়ির লোকজনসহ বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু সালমান মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সর্তকতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।