নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মতলব দক্ষিণের রসুলপুর গ্রামে রহিমা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
২৩ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু।
তিনি বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে নারী শিশু আদালতের মামলায় ৩০২/৩৪ ধারায় মৃত্যদন্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। ওই ৪ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মতলব দক্ষিণের রসুলপুর এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।