মনিরুল ইসলাম মনির :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ওটারচর উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা করা হয়।
সোমবার (২৯ আগস্ট) সকালে স্কুলের হলরুমে প্রচারণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ।
বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ প্রেম নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন তোমরা যারা ছাত্র আছো প্রত্যেকের মনের ভিতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দেশপ্রেম থাকতে হবে তাহলে এই দেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে। মাদক একটি সামাজিক ব্যাধি। এই মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলেই উন্নত জীবন গড়তে পারবে। একজন মাদকসেবীর একটি পরিবারের সারাজীবনের কান্না। এমনকি সমাজ ও দেশের জন্যেও বোঝা।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ আরো বলেন, ইভটিজিং থেকে সবাইকে বিরত থাকতে হবে। কেউ ইভটিজিংয়ের শিকার হলে আইন হাতে তুলে নিবেন না। সাথে সাথে থানা পুলিশ অথবা ‘৯৯৯’ এ নাম্বারে কল দিবেন। আমরা ব্যবস্থা নিব। মনে রাখবেন ইভটিজিংয়ের কারণে একটি মেধাবী মুখ হারিয়ে যেতে পারে। সকলে এধরণের সামাজিক অপরাধ থেকে দূরে থাকবেন। এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন। তাহলে শরীর ও মন ভালো থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন, সহকারী শিক্ষক আলী আকবর, ঢালী কামরুজ্জামান হারুন’সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।