মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি সকল সহযোগী সংগঠনের আয়োজনে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উত্তর ঠাকুর বাজার দলীয় কার্যালয় এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল বলেন এই স্বৈরাচারী সরকার এদেশের মানুষের উপর যেভাবে জিম্ম মেরে বসে আছে প্রায় ১৩/১৪ বছর। বিনা ভোটে এ সরকার রাতের বেলা ভোট নিয়ে আজকে তারা ক্ষমতায়। বিনা ভোটে তারা ক্ষমতায় ধরে রেখেছেন। আজকে আমাদের সকল নেতাকর্মীকে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন করতে হবে। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারী সরকার পতন না করবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তাই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউন্সিলর আব্দুল কুদ্দুস রানা, বিএনপি নেতা সাইফুল ইসলাম রনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন চৌধুরী, বিএনপি নেতা শাহাদাত মাস্টার, বিল্লাল হোসেন খোকন,মোস্তফা কামাল, মোঃ শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল করিম মিনার, সৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমন, মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহার হোসেন তানভীর, ছাত্রনেতা শাহজাহান সম্রাটসহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।