জসিম উদ্দিন, ফরিদগঞ্জ.
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে বীর মুক্তিযোদ্ধা লেঃকর্নেল আবু ওসমান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, সেদিন বঙ্গবন্ধুর ডাকে ল্যাপটেন্যান্ট কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী তার অধিনস্তদের নিয়ে মুক্তিযুদ্ধে জাঁপিয়ে পড়েন। তার মত শত,র্নিলোভ,দেশপ্রেমিক যুগে যুগে জন্মায়। তিনি আমাদের আদর্শীক প্রাণ পুরুষ।
বিশেষ অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. হাবিবুর রহমানফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুর ইসলাম রোমান জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ সাগর।
সোমবার পাঁচ সেপ্টেম্বর সকালে আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগার এর আয়োজনে,ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কর্নেল আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ এর আহবায়ক মো.শহিদ উল্লা তফাদার এর সভাপতিত্বে ও আহসান হাবিব নেভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মহসিন পাঠান। ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম। চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মকবুল আহমেদ। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাজমুন নাহার এ্যানি। ৯নং ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ।সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান সাউদ প্রমুখ।