মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে তদন্ত করা হয়েছে। আদালতের নির্দেশে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুর ও রামদাসপুরে এ তদন্ত হয়েছে ৬ সেপ্টেম্বর।
জানা যায়, গত ১৪ জুন ২০২২ ইং তারিখে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে জমির মালিক আবু হানিফ। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলার সার্থে ২৯ আগষ্ট নিষেধাজ্ঞা জারি করেন। ১লা সেপ্টেম্বর মতলব উত্তর থানার এএসআই মো. সোহেল রানা রাজু সরজমিনে গিয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়ে আসেন।
অপর দিকে জায়গার অবস্থান জানার জন্য মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে সরজমিন তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই সূত্রে গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহর আদেশক্রমে উপজেলা সার্ভেয়ার মো. মহিউদ্দিন পলাশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মহিউদ্দিন পলাশ বলেন, আদালাতের আদেমক্রমে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে রিপোর্ট আদালতে প্রেরন করা হবে।
উল্লেখ্য, উপজেলার রামদাসপুর মৌজার ১৩২নং হালে, ১৪৯, বিএস ১০৮ নং খতিয়ানের বিএস দাগের ১৬৫ এর ২১ শতকের মধ্যে ১৯ শতক জমির মালিক আমিনপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. আবু হানিফ। যা গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখে হেবা রেজিস্ট্রেট করে দেয় তার বাবা। যার দলিল নং ২৫২৭। কিন্তু একই গ্রামের মৃত নূর বক্স সর্দারের ছেলে বোরহান সর্দার, জাহাঙ্গীর আলম, নাসির, জাহাঙ্গীর আলমমের ছেলে তসলিম ও উজ্জ্বলসহ আরো ৩/৪ জন জোরপূর্বক এই জায়গা দখল করার চেষ্টা করছে।