খন্দকার আরিফ :
হাজীগঞ্জ বাজারের ৪ ফার্মেসী ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৪ সেপ্টেম্বর) অভিযুক্ত ফার্মেসী ব্যবসায়ীরা তাদের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার। জেলা প্রশাসক মো. কামরুল হাসানের নির্দেশনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুল ইসলাম তানজীর এর সহযোগিতা অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চাঁদপুরের সহকারী পরিচালক মো. নূর হোসেন।
জানা যায়, হাজীগঞ্জ বাজারের গোল্ডেন মেডিসিন কর্নার, নূর ফার্মেসী, স্কয়ার ফার্মেসী ও মা ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়ে থাকেন। পরে ঔষধগুলো জব্দ করেন ভোক্তা অধিকার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। ৪ ফার্মেসী মালিক থেকে মোট ১৯ হাজার টাকা জরিমানার অর্থ আদায় করেন সহকারী পরিচালক মো. নূর হোসেন।
অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ মিয়াসহ সঙ্গীয় ফোর্স তাদের সহায়তা করেন। এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।