নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে ইফাদ অটো সার্ভিসেস লিমিটেড ইন্ডিয়ার বহুপ্রচলিত আশোক লাইল্যান্ড মোটরগাড়ির সার্ভিসিং সেন্টার চাঁদপুরের হাজীগঞ্জে চালু হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার হাজীগঞ্জ পশ্চিম বাজারে ইফাদ মোটরস্ এর পরিবেশক মেসার্স লামিয়া মটরসে্ এ সার্ভিস সেন্টার শুভ উদ্বোধন করা হয়।
মেসার্স লামিয়া মটরস্ এর সত্ত্বাধিকারী মো. মমতাজুল হাসান রোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশোক লাইল্যান্ড মটরস্ এর প্রধান মার্কেটিং অফিসার তৌফিকুল ইসলাম, কোম্পানির অফিসার নুর হোসেন, শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলমাছ রায়হান রানা ও মনির হোসেন প্রমুখ।
এ সময় আশোক লাইল্যান্ড মটরস্ এর গ্রাহকদের সাথে কোম্পানির বিভিন্ন সার্ভিসিং সুযোগ সুবিদা নিয়ে আলাপ আলোচনা রাখেন বক্তারা।