মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মতলব দক্ষিণ উপজেলায় জাকির হোসেন (৩৮) নামের হাজীগঞ্জের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি জাকির হোসেন হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড রাজারগাঁও গ্রামের সলিম উদ্দিন হাজী বাড়ীর মৃত চাঁন খাঁর ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিন ইউনিয়নের করবন্দ গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্স।
এ সময় ওই গ্রামের মতলব করবন্দ পাকা সড়কে মিজানের মালিকানাধীন বাড়ীর পুকুরের সামনে রাস্তার উপর থেকে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।