মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, ০১৭১০-২২৮৮২২ II
চাঁদপুরের হাজীগঞ্জে প্রশাসন ও পুলিশের প্রত্যক্ষ ভুমিকায় ১লাখ টাকার বিনিময়ে দত্তক দেয়া শিশুটি ফিরেছে মায়ের কোলে। বুধবার সকালে ১৩ মাস বয়সি শিশু জোবায়েরা আক্তারকে আনুষ্ঠানিকভাবে বাবা ও মায়ের হাতে তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার ও পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা শিশুটির বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়। এছাড়াও তার চিকিৎসার ব্যবস্থাসহ শিশুটির পরিবারের পাশে থাকার কথা বলেন প্রশাসন ও পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে শিশুটিকে হাজীগঞ্জে নিয়ে আসেন, উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স।
জোবায়েরা আক্তার হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা খাটরা-বিলওয়াই এলাকার ইউনুস মজুমদার বাড়ির মো. বশির ও আছমা আক্তারে কন্যা সন্তান। গত সোমবার (২১মার্চ) দুপুরে চিকিৎসা ব্যয় ও ঋণ পরিশোধে নিজের কন্যা সন্তানকে ১লাখ টাকার বিনিময়ে রাজধানীর এক নিঃসন্তান পরিবারের কাছে দত্তক দেন শিশুটির বাবা-মা।
এরপর মঙ্গলবার (২২ মার্চ) সকালে বিষয়টি জানার পর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রশাসন ও পুলিশকে অবহিত করেন স্থানীয় সংবাদকর্মীরা। পরে শিশুটিকে বাবা ও মায়ের কোলে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে এদিন রাতেই শিশুটিকে রাজধানী থেকে হাজীগঞ্জ নিয়ে আসা হয়।
বুধবার দুপুরে শিশুটির বাবার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বাবা ও মায়ের কোলে ফিরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি উপস্থিত ছিলেন।
Attachments area