জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর ক্রীড়া সংস্থা একাদশ বনাম ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ।
ট্রাইবেকার ৪-২ গোলে চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোওয়ারী,জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার),জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,পিপি রনজিত রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহজাহান কবির,সিনিয়র সাংবাদিক ও সমাজ সেবক ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিমসহ প্রমুখ।