আহসান হাবীব সুমন :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। বিভিন্ন কর্মসূচির মধ্য কচুয়া শ্রীরামপুর মোহম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে মঙ্গলবার শ্রীরামপুর মোহম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য র্যালি,চিত্রাঙ্গন,কইজ,রচনা প্রতিযোগীতা,বিভিন্ন রকমের ফলজের ছারা মাদ্রাসার আঙ্গিনায় রোপন, আলোচনা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয় ।
বর্ণাঢ্য র্যালিটি মাদ্রাসার মাঠ থেকে শ্রীরামপুর বাজার এলাকার সড়ক পদিক্ষন শেষে আলোচন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করে ।
শ্রীরামপুর আলিম মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ও চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিনের সভাপ্রধানে ও সহকারি শিক্ষক শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শ্রীরামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম মজুমদার,সিনিয়র শিক্ষক মোঃ কবির হোসেন,মোস্তাফা আনোয়ারী,সমাজ সেবক জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দু পুরস্কার বিতরণ করা হয় ।
আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়াসহ অতিথি বৃন্দু শ্রীরামপুর আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা কচুয়া মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক প্রয়াত এম এ রশিদ প্রধানের কবর জেয়ারত ও দোয়া মুনাজাত করেন ।