অনলাইন ডেস্কঃ
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতেই ওনাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়, বর্তমানে তিনি রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছে।
আগামি সপ্তাহের যে কোন দিন তাঁর হার্নিয়া অপারেশন হতে পারে। ইতিমধ্যে উক্ত হাসপাতালে অপারেশন পূর্ববর্তী চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে।
আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরুর সফল অপারেশন, দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় উপজেলাবাসী, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের দোয়া চেয়েছেন তার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও পরিবারের লোকজন।