মনিরুল ইসলাম মনির:
ডাকাতির ৫ দিনের মধ্যে ৪ ডাকাত গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
গত ২৫ অক্টোবর দিবাগত রাত্র ২৬ অক্টোবর রাত অনুমান ২টা হতে ২.৪০ টা মধ্যবর্তী সময়ে মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়নস্থ নয়াকান্দি চৌধুরী বাড়ীর জনৈক দেলোয়ার হোসেন চৌধুরীর বসত বাড়ীতে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া তাহার বসত ঘরের উত্তর পার্শ্বের কাঠের দরজা ভাঙ্গিয়া কয়েকজন ডাকাত মুখে মাস্ক পরিহিত অবস্থায় তাহার বসত ঘরের ভিতর প্রবেশ করিয়া দেলোয়ার হোসেনসহ তাহার ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করিয়া বসত ঘরের ভিতরে থাকা স্টিলের ও কাঠের
আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙ্গিয়া স্বর্নালংকার, নগদ টাকা, ও ৫টি বিভিন্ন কোম্পানীর এন্ড্রয়েট মোবাইল ফোনসেট লুন্ঠন করিয়া নিয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে জনৈক ফুয়াদ হোসেন চৌধুরী প্রকাশ পলাশ অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে মতলব উত্তর থানার মামলা নং- ৩৮, তারিখ- ২৭/১০/২০২২ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর জনাব মোঃ মিলন মাহমুদ, বিপিএম-বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াছির আরাফাত, মতলব সার্কেল, চাঁদপুর, সহকারী পুলিশ সুপার জনাব আবুল কালাম আজাদ, কচুয়া সার্কেল, চাঁদপুর দ্বয়ের তদারকীতে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর নেতেৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আবু হানিফ, এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান,
এএসআই(নিরস্ত্র) মোঃ সোহাইব হোসেন, কং/ ৪০৪ আব্দুর রহমানদের সহযোগীতায় একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্র থানাসহ নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত ১। মোঃ আঃ কুদ্দুস প্রকাশ বাবু(২৬), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- মধ্য রায়েরকান্দি(প্রধান বাড়ী), ২। মোঃ সুজন(২২), পিতা- জিন্না মিয়াজী, সাং- দক্ষিন মান্দারতলী(মিয়াজী বাড়ী), ৩। মোঃ সারোয়ার হোসেন প্রকাশ
সোহেল(৩৪), পিতা- মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাং- নয়াকান্দি(মোল্লা বাড়ী), সর্ব থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ৪। মোঃ মহসিন মিয়া(৩৫), পিতা- মৃত শামিল হোসেন, সাং- পিপিয়াকান্দি,(ভূইয়া বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরদের গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে লুন্ঠিত ০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত ০৪জন আসামী বিজ্ঞ আদালতে অত্র মামলার ডাকাতির ঘটনার সহিত জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
উক্ত ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ আরো লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।