মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২১) নামের কুমিল্লার জেলা এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে (২ নভেম্বর) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের সুলতান সর্দার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শহিদুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোলপাসা ইউনিয়নের বাবুচি আদর্শগ্রামের হিরো মিয়ার ছেলে। এদিন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের সুলতান সর্দার বাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল আজিজ সঙ্গীয় ফোর্স।
এ সময় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট চলাকালীন সময়ে কুমিল্লা হতে চাঁদপুরগামী একটি সিএনজিচালিত স্কুটারের যাত্রী মো. শহিদুল ইসলামের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে আগামিকাল (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে।