মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি পৌর আওয়ামীলীগের ৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ নং ওয়ার্ড ও বিকেল ৩ টায় মেহের ডিগ্রি কলেজে ৫ নং ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।
সম্মেলন উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ ইরানসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকালে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলে বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটাররা সতস্ফূর্ত ভাবে ভোটদান করেন। তাদের প্রত্যক্ষ ভোটে মোঃ বিল্লাল হোসেন সভাপতি ও মোঃ মাহবুবুল আলম হানিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিকেলে ৫ নং ওয়ার্ডের সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোঃ আঃ হালিম সভাপতি ও মোঃ আঃ গফুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।