মনিরুল ইসলাম মনির :
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মুদ্রা পাচারকারী ও ঋণ খেলাপীদের দৌরাত্ম্যে বাংলাদেশের অর্থনীতি চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলছে, চলতি ২০২২ সালের জুন মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ১,২৫,২৫৮ কোটি টাকা।
এটি মোট বিতরণ করা ঋণের ৮.৯৬% যা এ যাবতকালের সর্বোচ্চ খেলাপি ঋণ। পাশাপাশি বাংলাদেশের কর আদায় জিডিপির মাত্র ৯.৯%, ফলে বিশ্বে সর্বনি¤œ কর আদায়ের দেশগুলোর কাতারে বাংলাদেশ, এমনকি দক্ষিণ এশিয়ায়ও সর্বনিম্নে বাংলাদেশের অবস্থান। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় পাচারকৃত অর্থ দ্রæত ফিরিয়ে আনা, খেলাপী ঋণ আদায় এবং কর আদায়ের সক্ষমতা-পরিমাণ বাড়ানো সময়ের দাবি।
বুধবার (৯ নভেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উযপজেলার সটাকী গ্রামে খলিফা আবদুল গণি মাইজভাণ্ডারী (রহ.) এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ওলামায়ে কেরাম, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাÐারীয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
মাহফিলের সমাপনী মুনাজাতে বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাÐারী।