স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের চাঁদপুর – রায়পুর সড়কের পাশে ইসলামপুর গাছতলায় অবস্থিত ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের প্রশিক্ষনার্থীরা চাঁদপুর জেলা প্রেসক্লাবের সামনে দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টা থেকে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের প্রশিক্ষনার্থীরা চাঁদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ-সময় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের প্রায় ১২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রশিক্ষণার্থীরা তাদের যৌক্তিক দুই দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।
প্রশিক্ষনার্থীদের দাবি, গত ২০১০ সাল থেকে এই সকল ইন্সটিটিউট অব মেরিন টেকনোলোজির প্রশিক্ষনার্থীদের সিডিসি প্রদান করছে না নৌ পরিবহণ অধিদপ্তর। বিগত ৯ ই জুন, ২০২২ তারিখে NSDA তে এসকল ছাত্রদের সিডিসি প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত এসকল প্রশিক্ষনার্থীদের স্বার্থের বাইরে অবস্থান করে এবং তাদের শিক্ষার অবমূল্যায়ণ করা হয়েছে বলে বক্তারা দাবী করেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন এসকল ইনস্টিটিউটের প্রশিক্ষনার্থীরা এই অধিদপ্তর থেকে সিডিসি প্রাপ্তির বিষয়ে সঠিক কোন সংবাদ ও সহায়তা পাচ্ছে না বলে দাবী করেন। দ্রুততম সময়ের মধ্যে সিডিসি প্রদান কার্যক্রম শুরু করা না হলে এসকল শিক্ষার্থীগণ আরো বড় কর্মসূচী হাতে নিবেন বলে বক্তারা জানান। এই সমস্যা সমাধানে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
এ সময় ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সকল প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।