মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করলেন, হাজীগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। গত ৮ নভেম্বর (বুধবার) তিনি পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব থেকে একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন।
এর আগে গত ১ নভেম্বর (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৈশাখী বড়ুয়াকে পরিকল্পনা কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। তিনি পরিকল্পনা কমিশনে সফলতার সহিত তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিকল্পনা কমিশনে যোগদানের পূর্বে বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সাড়ে ৩ বছর দায়িত্ব পালন করেন। তখন হাজীগঞ্জে বেসরকারি উদ্যোগে গৃহহীনদের বসতঘর নির্মাণ করে দেওয়ায় ওই সময়ের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখি বড়ুয়া জনপ্রশাসন পদক লাভ করেন।
এছাড়া ২০২০ইং সালে করোনাকালীন মহামারির শুরুর দিকে হাজীগঞ্জে লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে তিনি নিজে দুইবার করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করে সুনাম অর্জন করেন। মূলত এইসব কারনে তিনি হাজীগঞ্জবাসীর মনে স্থান করে নিয়েছেন।