কবির আহমেদ :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ১ নং রাজারগাঁও ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ৩ টি শূণ্যপদে সরকারি এমপিও নিয়োগবিধি অনুযায়ী শনিবার (১২ নভেম্বর) অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক পদে ১জন,অফিস সহকারী ১জন ও পরিচ্ছন্নকর্মী ১জন করে নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সহিত,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিন সকালে অত্র বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে ০৫ জন,অফিস সহায়ক পদে ০৪ জন ও পরিচ্ছন্নকর্মী পদে ৬ জন নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
লিখিত, মৌখিক ও একাডেমিক সার্টিফিকেট এর সর্বোচ্চ নাম্বার প্রাপ্তকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী সহকারী প্রধান শিক্ষক পদে মোঃ আনিসুর রহমান চৌধুরী, অফিস সহায়ক পদে মোঃ রাজীব বেপারী কে অত্র পরীক্ষার নিয়োগ কমিটির সিদ্ধান্ত ও সুপারিশ অনুযায়ী সরকারি নিয়োগবিধি মোতাবেক চূড়ান্ত তালিকা করে নিয়োগকৃতদের নাম ঘোষণা করেন,অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল বাসার পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি ডিজি) এর পক্ষে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ গোলামুর রহমান(গোলাপ),শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী সদস্য কাজী মোঃ অলি উল্ল্যা,দাতা সদস্য এসএম সালাউদ্দিন,অভিভাবক প্রতিনিধি মোঃ শাহজামাল চৌধুরী মানিক,শিক্ষক প্রতিনিধি শাহীনা আক্তার সহ নিয়োগ কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ।