খন্দকার আরিফ:
হাজীগঞ্জ পৌরসভা ৬ ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী বিল্লাল হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক কাজী মোবারক হোসেন।
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমেদ খসরু।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমেদ খসরু। আগামী ৩ বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মনির হোসেন মিঠু ও কাজী রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বিকেল ৩ টায় হাজীগঞ্জ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়ালীউদ্দিন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সদস্য মো. খালেদুর রব মিঠু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমেদ খসরু।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌর সর্বসম্মতিক্রমে সভাপতি মো. জাকির হোসেন মোহন ও সাধারণ সম্পাদক শাহআলমকে নির্বাচিত করে নাম ঘোষনা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
ওই সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।