মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্য বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠণের লক্ষে উপস্থিত সভ্যদের (৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহবান করেন, পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন।
এতে সভাপতি পদে লিটন পাল ও আবুল কাশেম গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. নুর নবী সুমন তপাদার, মোতালেব মজুমদার ও বিল্লাল হোসেনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় সম্মেলনের সভাপতি ভোট গ্রহণের সিদ্বান্ত দেন।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলনের উপস্থাপনায় ভোট গ্রহণ শেষে আ.স.ম মাহবুব-উল আলম লিপন আগামি তিন বছরের জন্য ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আবুল কাশেম গাজী ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মো. নুর নবী সুমন তপদারের নাম ঘোষণা এবং সম্মেলনের সমাপ্তি করেন।
এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।