মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলাতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ করিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. …..রাজেউন)। গত বৃহস্পতিবার দিনগত রাত ২ টার সময় টরকী গ্রামে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভূগছিলেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় মধ্য টরকী ঈদগা ময়দানে মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিগণ অংশগ্রহন করেন।
আঃ করিম সরকার বিগত দিন সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে অসুস্থ হয়ে পড়ার কারণে সভাপতির পদ থেকে অব্যাহতি নেন। বেশকিছু দিন অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী। তার ছেলে গফুর সরকার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আঃ করিম সরকারের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।