Header Border

ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা  মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ দি কার্টার একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সুপার ফুডবিটরুট কেন খাবেন মতলব উত্তরে সুগন্ধী ক্রিসপি টাউন এন্ড বার্গার শপ উদ্বোধন  হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  হাজীগঞ্জের ছয়ছিলায় প্রবাসীর জমি দখল করে চাঁদা দাবির অভিযোগ ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল

মতলবের চরাঞ্চলে শীতকালীন সবজির চাষে ব্যস্ত চাষীরা – Rknews71

 

মনিরুল ইসলাম মনির :

চাঁদপুর দেশের অন্যতম নদীবিধৌত কৃষি প্রধান অঞ্চল। মেঘনা, পদ্মা ও ধনাগোদা নদী মতলব উত্তর উপজেলা ওপর দিয়ে বয়ে যাওযায় রবি, আউস, আমন ও বোরোর মতো কৃষি উৎপাদনে নদী অববাহিকায় ব্যাপক গ্রীষ্মকালীন শাক-শবজি উৎপন্ন হয়ে থাকে। চাঁদপুরে এবারের শীতকালীন শাক-সবজির আবাদ ৫ হাজার হেক্টর ও উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার ৫শ মে.টন। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিশেষ করে চাঁদপুরের ১১ টি বিচ্ছিন্ন চরাঞ্চলে এ শাক-সবজি ব্যাপকভাবে চরবাসীরা চাষাবাদ করে থাকে। নারীরাই এসব শাক-সবজি উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে থাকে। গরু, ছাগল , হাঁস , মুরগি ইত্যাদি গবাদি পশু প্রতিপালনে মেঘনা অববাহিকায় ও চরাঞ্চলে পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণীভূমিকা পালন করে আসছে।

দিন-রাত পরিশ্রম করেই তারা এ শাক-সবজি উৎপাদনে ব্যস্ত থাকে । কোনো কোনো এলাকায় বাণিজ্যিকভাবে তারা ব্যাপক হারে শাক-সবজির চাষাবাদ করে আসছে। তাদের জীবিকার প্রধান বাহন কৃষি,সবজি চাষাবাদ ও হাঁস, মুরগি ইত্যাদি গবাদি পশু প্রতিপালন।

চাঁদপুরে ধান, পাট, আলু, সয়াবিন, পেঁয়াজ, রসুন সরিষা,মরিচের পরেই শাক-সবজির স্থান। এটি এখন বেশ লাভজনক। চাঁদপুরের উৎপন্ন শাক-সবজি নৌ-পথে দেশের বিভিন্ন শহরে বন্দরে চলে যায় ।
আবহাওয়ার অনুক‚ল পরিবেশ, পরিবহনে সুবিধা, কৃষকদের শাক-সবজি চাষে আগ্রহ, কৃষি বিভাগের উৎপাদনের প্রযুক্তি প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নত, কৃষিউপকরণ পেতে সহজলভ্যতা, বীজ, সার ও কীটনাশক ব্যবহারে কৃষিবিদদের পরামর্শ, ব্যাংক থেকে কৃষিঋণ প্রদান ইত্যাদি কারণে চাঁদপুরের চাষীরা ব্যাপক হারে শাক-সবজির চাষ করছে।

বিশেষ করে চাঁদপুরের চরাঞ্চলগুলোতে ব্যাপক শাক-সবজির উৎপাদন করে থাকে চাষীরা। অতীব দু:খের বিষয়-নদী তীরবর্তী হওয়ায় চরাঞ্চলের চাষীদের কৃষিঋণ দিচ্ছে না ব্যাংকগুলো। চাষীরা ঋণসহায়তা পেলে শাক-সবজি চাষাবাদে আরোও উৎসাহী হতো।

চরাঞ্চলগুলি হলো- মতলবের চরইলিয়ট, চর কাশিম, সবজি কান্দি, ষষ্ট খন্ড বোরোচর, চরওয়েস্টার, চরওমেদ, বাহের চর, চর জহিরাবাদ, খুনের চর ইত্যাদি।

আরো পড়ুন  কচুয়া প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, চরাঞ্চলের উৎপন্ন শাক-সবজি খুবই সতেজ ও তরতাজা। এসব শাক-সবজিতে কোনো রকম ফরমালিন মেশানোর প্রয়োজনীয়তা নেই। কেননা তারা বিক্রির জন্যে দিনের উঠানো গুলো দিনেই বাজারে বসে বিক্রি করে থাকেন।

তিনি আরো বলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে আসছে নিরাপদ সবজি উৎ’পাদনের জন্য। এ উপজেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রচারণা 
মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলে ছেংগারচর পৌরসভা চ্যাম্পিয়ন
মতলব উত্তরে ধনাগোদা নদীতে কম্বিং অপারেশনে অবৈধ জাগ উচ্ছেদ
দি কার্টার একাডেমির বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মতলব উত্তরে সুগন্ধী ক্রিসপি টাউন এন্ড বার্গার শপ উদ্বোধন 
হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত

আরও খবর

error: Content is protected !!