নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর উপজেলার ৪ নং শাহ মাহমুদপুর ইউনিয়নের সুনামধন্য ইট বালুর ব্যবসায়ী মহসীন খানকে (৫০) দুর্বৃত্তরা মারধর করে আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায়। আহত মহসিন খান জানান, পার্শ্ববর্তী ইট, বালু ব্যবসায়ী সোহেল কারীর সাথে ব্যবসায়িক বিষয় নিয়ে তার দ্বন্দ্ব চলে আসছে। এরই সূত্র ধরে ওইদিন সন্ধ্যায় সোহেল কারীর সাথে মহসিন খানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল কারী, মনির কারী ও জুয়েল কারী ক্ষিপ্ত হয়ে মহসিন খানের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বেধড়ক মারধর করে ইট দিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে তার ক্যাশে থাকা নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এতে মারাত্মক আহত হয় ব্যবসায়ী মহসীন খান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ সময় বেশ কয়েকজন হামলায় আহত হয়েছে।
জানা যায়, পার্শ্ববর্তী ইট, বালু ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাবস্থা চলছে। সোহেল কারী গং এলাকায় পেশী শক্তির প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল করে টাকা আদায় করে থাকে। আহত মহসিন খানের একটি জমি তারা দখল করে রেখেছে। রাজনৈতিক প্রভাবের কারনে তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না।