মতলব উত্তর ব্যুরো:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত ২৬ নভেম্বর খাগুরিয়া হাপানিয়া রোডে মালবাহী ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত তানভীর আর নেই (ইন্না-লিল্লাহ … … রাজিউন)। শুক্রবার সকাল ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
নিহত তানভীর (২০) খাগুরিয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। গত ২৬ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রায় ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল তানভীর।
ওই দুর্ঘটনায় মোঃ রাশেদ ঘটনাস্থলেই মারা যান। আহত শান্ত মিয়াজী ও সেলিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান। ওইদিন তিনজনের মৃত্যু হয়। আর তানভীরকে ঢাকায় প্রেরণ করা হয়। এই দুর্ঘটনায় মোট চারজন প্রাণ হারালেন।
শুক্রবার বিকালে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। তার এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।