কবির আহমেদ:
চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারন সভা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার(০২ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য প্রস্তাবক ও সমর্থকের মাধ্যমে সভাপতি পদে পুনরায় এমদাদ মজুমদার, সম্পাদক পদে মিজানুর রহমান দুলাল এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ কে নির্বাচিত করা হয়।সভায় ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,এমদাদ মজুমদার।
সভা সঞ্চালন করেন,সংস্থার সহ-সভাপতি ওয়ালী উদ্দিন খোকা।
সভায় বক্তব্য রাখেন, প্রবীণ ক্রীড়াবিদ,শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব ইমাম হোসেন,মোঃ আনোয়ার হোসেন,সাবেক কাউন্সিলর সিরাজ খান,মামুন রশিদ স্বপন,শাহজাহান তালুকদার,তাজুল ইসলাম,,নূরে আলম মজুমদার, মনির হোসেন ভূঁইয়া,কাউন্সিলর মনির কাজী, কাজী মনির হোসেন মিঠু,আক্তার হোসেন দুলাল,
সভায় উপস্থিত ছিলেন,বিএম আবৃল হাসেম,মোঃ ইউসুফ আলী,মোঃ দেলোয়ার হোসেন দুলাল,মোঃ জাকির হোসেন,মানিক দাস, আবুল কালাম,সংগঠনের সদস্য ,ইমাম হোসেন সেন্টু,জাহাঙ্গীর আলম,মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মোঃ গোলাম ছারোয়ার,আবুল খায়ের মৃধা,আবু বকর ছিদ্দিক,মোঃ হুমায়ুন কবির,পলাশ হোসেন, আহসান উল্লাহ,জাহাঙ্গীর হোসেন,আবদুল মমিন কাজী সহ সংস্থার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য,
২০২০ সালে হাজীগঞ্জ উপজেলার সকল প্রাক্তন খেলোয়াড় ও তাদের পরিবারের কল্যাণ সাধন,নতুন প্রজন্মকে ফুটবল খেলায় উজ্জীবিত করা এবং অসাম্প্রদায়িক সমাজ বি-নির্মাণে কাজ করা এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠা হয়।বর্তমানে সংগঠনটির মোট সদস্য সংখ্যা ৫৯ জন।