জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০২২ অংশগ্রহণকারী পঞ্চম শ্রেণির ৬৭জন শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষক সাইদুর রহমানের পরিচালন বিদ্যালয়ের দাতা সদস্য হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরীর কমিটির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক জসিম উদ্দিন মিয়াজী, ২ নং বালীথুবা পূর্ব ইউনিয়নের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকতার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহাউদ্দিন তালুকদার রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিদ্যালয়ের মহিলা শিক্ষকাগন সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পাটোয়ারী বাজার মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান।