মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ পৌরসভায় স্বচ্ছতার লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে প্রায় সাড়ে ৭ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে লটারির মাধ্যমে এ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরে ২৫টি প্যাকেজের মাধ্যেম প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ সম্পন্ন করার লক্ষে টেন্ডার আহবান করা হয়। এর মধ্যে রাজস্ব খাতে ১৭টি ও উন্নয়ন খাতে ৮টি প্যাকেজে মোট ৩৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
পরবর্তীতে মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের শিশু-বিনোদন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠিকাদারদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
এ সময় প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, কাউন্সিলর সুমন তপাদার, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, সাদেকুজ্জামান মুন্সী, হিসাবরক্ষণ কর্মকর্তা সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী ইদ্রিস মিয়া ও মাহবুবর রশিদসহ অন্যান্য কর্মকর্তা, ঠিকাদার ও ঠিকাদারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।