মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে উপলতা যুব একতা সংঘের উদ্যোগে এলইডি টিভি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরুস্কার ভিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার বিকেলে ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক আব্দুল গফুর, মোঃ স্বপন। আয়োজক সূত্রে জানা যায় দীর্ঘ এক মাস ব্যাপী ফুটবল টুর্নামেন্টের খেলা ২৪টি দল অংশগ্রহণ করে উক্ত ফাইনাল খেলা উপজেলা একাদশ ও কাজির কামতা একাদশ অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা ৩-১ গোলে উপজেলা একাদশকে হারিয়ে কাজিরকামতা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফুটবল টুর্নামেন্টে খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন উপলতা যুব একতা সংঘের উপদেষ্টা মোঃ সুমন মিয়া, সভাপতি মোঃ ইউসুফ মিয়া, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।