মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারীর স্বীকৃতি পেয়েছেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ। বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি সরূপ তিনি তাঁর সম্মামনা ক্রেস্ট গ্রহণ করেন।
জানা গেছে, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ নভেম্বর -২০২২ইং মাসে চাঁদপুরের ৮টি থানার মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। যার ফলে তাকে ভালো কাজের স্বীকৃতি সরূপ সম্মামনা প্রদান করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ স্যারের দিক-নির্দেশনায় নভেম্বর/২২ মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী নির্বাচিত হয়েছি। ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।