বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি রেজিঃ নং চট্ট ১৮৭৮ এর উদ্যোগে” অসুস্থ ও মৃত শ্রমিকদেরকে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির প্রধান কার্যালয় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় সন্ধ্যায় এ আর্থিক সহায়তা প্রদান করেন মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
সমিতির কার্যালয় সূত্রে জানা যায় মালিক সমিতির পক্ষ থেকে ৫ জন অসুস্থ সিএনজি চালক, ১জন সিএনজি চালকের মৃত্যুতে এবং ১টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।
১জন মৃত সিএনজি চালক শাহরাস্তি উপজেলার নায়নাগর গ্রামের মৃত আবিদ আলীর ছেলে সিএনজি চালক মহরম আলী শ্রমিকের পক্ষে তার ছেলের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন উক্ত সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন। এছাড়াও অসুস্থ সিএনজি চালক শ্রমিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সোহাগ হোসেন, মোঃ বেলায়েত হোসেন ও দুর্ঘটনা জনিত চিকিৎসার আর্থিক সহায়তার জন্য মোঃ সুমন আহমেদসহ বিভিন্ন অসহায় ও অসুস্থ শ্রমিকদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মালিক সমিতির নেতৃবৃন্দ ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকগন।