মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে কলেজ আঙ্গিনায় এ কর্মসূচী পালিত হয়েছে।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আঃ মোতালেব মজুমদার, মোঃ আব্দুর রব, আব্দুল মান্নান বেপারী।