Header Border

ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন  শাহরাস্তিতে সিয়াম” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন মতলব উত্তরে গন অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি’র বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে সুবিদপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ  মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ  হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি

লেখাপড়ার পাশাপাশি শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই – অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

 

মনিরুল ইসলাম মনির :

মতলব উত্তর উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে ৭৫তম ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, কারিগরি শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দিয়েছে। এছাড়াও মতলব উত্তর উপজেলায় একটা অত্যাধুনিক আইটি সেন্টার করে দিচ্ছে সরকার। এখান থেকে ছেলে মেয়েরা হাতে কলমে শিক্ষা নিয়ে ঘরে বসেই চাকরি বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে।
তিনি আরও বলেন, আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই আমি বলব ভালো করে লেখাপড়া করতে হবে। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জীবনে শৃঙ্খলা হচ্ছে পরিলক্ষিত বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠনে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এসএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রধানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্ণিংবডির সভাপতি মো. মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, ১১নং পশ্চিম ফতেপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আইয়ুব আলী মোল্লা, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাজির আহম্মেদ মাষ্টার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আকতার হোসেন, বি. পি.এড। বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী প্রধান শিক্ষক নূর জাহান, সিনিয়র শিক্ষক আনম গোলাম মোস্তফা, আফিয়া সুলতানা। সহকারী বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক রাবিয়া আক্তার, সহকারী শিক্ষক মোহাম্মদ তোফায়েল আহম্মদ।

আরো পড়ুন  ২ স্বামীর টানাটানি করা সেই নারীকে ফিরে পেতে ১ম স্বামী ও সন্তানদের শাহরাস্তিতে মানববন্ধন

মাঠ সজ্জায় ছিলেন, সিনিয়র শিক্ষক আনম গোলাম মোস্তফা, মাওলানা মো. যাকারিয়া, সহকারী শিক্ষক এসএম মাহফুজ, আবদুল কাদের, আবদুল হালিম। অতিথি অভ্যর্থনায় ছিলেন, সহকারী শিক্ষক আল-আমিন, মিজানুর রহমান, উম্মে মাহিনুর’সহ সকল শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগীতায় ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 
শাহরাস্তিতে সিয়াম” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
মতলব উত্তরে গন অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি’র বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
তারেক রহমানের পক্ষ থেকে সুবিদপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ 

আরও খবর

error: Content is protected !!