জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন দেখছেন কৃষকরা, পশু খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারা বছর ভুট্টার চাহিদা থাকে। ফলে কৃষকেরাও এ ফসল চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার চাষে খরচ কম, তুলনা মূলক লাভ হয় বেশি। আর সে কারণে এই ভুট্টো চাষে আগ্রহ দিন দিন বাড়ছে চাষিদের। জমির মাটি উর্বর ও চাষ উপযোগী হওয়া পাশাপশি আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও বেশ ভালো হবে আশা করছে কৃষক।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চলতি মৌসুমে ব্যাপক আকারে ভুট্টা চাষ করা হচ্ছে। অল্প দিনে কম খরচে কৃষকরা লাভবান হওয়ায় ভুট্টা চাষের জনপ্রিয়তা বেড়েছে। বর্তমান মৌসুমে বৃষ্টি না হওয়ায় অনেক জমিতেই শেষও দেওয়া হচ্ছে ভুট্টার জমিতে কখনো মাটি শুকাতে দেওয়া যাবে না । সার ও পানি ঠিকমতো দিতে পারলে আশা অনুরূপ ফলন পাওয়া যাবে।
উপজেলার শহীদ সৈয়দ নগর গ্রামের গরুর খামারি ও কৃষক রহমত উল্লাহ মিয়াজী বলেন,ভুট্টা চাষে কোন ক্ষতি নাই, খরচের তুলনায় লাভ অনেক বেশি তাছাড়া গো খাদ্য সংকট দূর করে ডাটা জ্বালানি হিসেবে ব্যবহার হয় । এজন্য ই এই ফসলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।গত মৌসুমে ভুট্টা চাষে লাভ হওয়ায় এ বছর ব্যাপকহারে ভুট্টা চাষ করেছেন উপজেলার চাষিরা।
কৃষি অফিসের পরামর্শে আধুনিক পদ্ধতির চাষাবাদ করছেন কৃষকরা। লক্ষ্যে পৌঁছাতে এরইমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প ও সরকারি ভাবে বীজ ও সার বিতরণ, বীজ ও বালাইনাশক
সরবরাহকারী বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সুষম সারের ব্যবহার সর্ম্পকে প্রশিক্ষণ প্রদান, বালাই দমনে কোয়ালিটি সমৃদ্ধ বালাইনাশক এবং হাইব্রিড জাতের বীজের সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজ করে যাচ্ছেন তারা। ফলে কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে উপজেলায় বিভিন্ন মাঠে দেখা যায় কৃষকরা অনেক ভুট্টা চাষ করেছেন। মাঠে গেলে ভুট্টা চাষের দৃশ্য চোখে পড়ার মতো। ভুট্টার বহুবিধ ব্যবহার থাকায় এ চাষ রেড়েই চলছে।