জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গ্রামাঞ্চলে গম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে । গম চাষে অন্যান্য ফসলের তুলনায় কম পরিশ্রম ও খরচ কম লাগায় দিন দিন গম চাষে আগ্রহ বাড়ছে এ উপজেলার কৃষকদের মাঝে।লাভজনক হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে এখন গম চাষে বেশি ঝুকছেন তারা। সরজমিন ঘুরে দেখা যায় উপজেলার বিভিন্ন জায়গায় মাঠে গম কাটা ও মাড়াই এর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এছাড়া, বারি-৩১, বারি-৩২,বারি-৩৩ রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল গমের নতুন জাত কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছায় গম চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছেন তারা।
ফরিদগঞ্জের কৃষি বিভাগ জানায়, উপজেলার প্রান্তিক গম চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার বীজ বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ।গম চাষের ক্ষেত্রে পানির প্রয়োজন কম হওয়ায় উপজেলায় গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকজন গম চাষীরা জানান, ধানসহ অন্য ফসলের চেয়ে গম চাষে সেচ কম লাগে এবং খরচও কম। পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন জাতের গম চাষে শঙ্কামুক্ত হয়েছেন তারা। রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলণশীল গমের নতুন জাতগুলো চাষীদের গম চাষে আগ্রহ বাড়াচ্ছে।